নিয়তনিয়মফজিলত

সালাতুল হাজাতের নামাজের সঠিক নিয়ম ,নিয়ত, সময়, ফজিলত

সুপ্রিয় পাঠক পাঠিকা, আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আলোচনা করব সালাতুল হাজত নামাজের সঠিক নিয়ম ,সময় ও ফজিলত। এতে করে আপনারা যারা সালাতুল হাজত নামাজ পড়তে চান এবং সঠিক নিয়ম সময় জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাতুল নামাজ পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ইচ্ছা গুলো পূরণ করার জন্য আল্লাহ তা’লার কাছে সাহায্য প্রার্থনা করা। হাজত নামাজের মাধ্যমে আল্লাহ তা’আলা বান্দার মনের ইচ্ছা গুলো পূরণ করে থাকেন। বান্দার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেন। সালাতুল নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি। কেননা সালাতুল হাজত নামাজের মাধ্যমে আল্লাহ তা’লার নিকটে পৌঁছানো যায়। তাই আমাদের উচিত বেশি বেশি সালাতুল হাজতের নামাজ আদায় করা। নীচে আমি আলোচনা করব সালাতুল হাজত নামাজের সঠিক নিয়ম।

সালাতুল হাজত নামাজের সঠিক নিয়ম

অনেকেই হয়তো জানেন না কিভাবে সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে। নিয়ম না জানার কারণে অনেক সময় এই নামায আদায় করা হয় না। তাই আজ আমি আমার প্রিয় পাঠক পাঠিকাদের কথা চিন্তা করে আমাদের এই ওয়েব সাইটে সালাতুল হাজত নামাজের সঠিক নিয়ম তুলে ধরব।। এতে করে আপনারা খুব সহজেই সালাতুল হাজত নামাজ আদায় করতে পারবেন।

সালাত অর্থ নামাজ আর হাজত অর্থ ইচ্ছা বা প্রয়োজন। সালাতুল হাজত অর্থ ইচ্ছা পূরণ। সালাতুল হাজত আদায় করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। স্বাভাবিক নফল নামাজের মতই অজু করে সুরা ফাতেহার সাথে অন্য কোন সূরা মিলিয়ে দুই রাকাত নামাজ আদায় করাকে সালাতুল হাজতের নামাজ বলে। নিজের ইচ্ছা গুলো আল্লাহ তা’লার কাছে তুলে ধরতে হবে।
ছাড়া ও সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম হচ্ছে যে কোনো ব্যক্তি তার হালাল অবৈধ ইচ্ছা পূরণের জন্য আল্লাহর নিকট দুই রাকাত চার রাকাত 8 রাকাত আপনি আপনার ইচ্ছা মত নামাজ আদায় করতে পারবেন। এরপর ছানা ও দরুদ শরীফ পড়ে নিজের ইচ্ছা গুলো আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনার হালাল বৈধ ইচ্ছা গুলো পূরণ করে দিবেন। সালাতুল হাজতের নামাজ আপনি যে কোন সময় পড়তে পারবেন।

সালাতুল হাজত নামাজের দোয়া ও ফজিলত

সালাতুল হাজত নামাজের অনেক ফজিলত রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সামনে যখন কোনো বিপদ আসতো তখন তিনি সালাতুল হাজত নামাজের দাঁড়িয়ে যেতেন। সালাতুল হাজত নামাজের মাধ্যমে আল্লাহ তা’আলা বান্দার সকল বিপদ আপদ দূর করে দেয়। সালাতুল হাজত নামাজের মাধ্যমে কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম সুবহানাল্লাহি রাব্বিয়াল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আস্আলুকা মুজিবাতি রহমাতিক ।

অআ’ঝাইমা মাগফিরাতিক অলগনিমাত মিনকুল্লি বির্রীন । আসসালা মাতা মিন কুল্লি ইস্মিন। লা তাদা’লি জাম্বান ইল্লা গাফারতাহ। অলা হাম্মান ইল্লা ফার্রজতাহ । অলা হাজাতান হিয়া লাকা। রিযান ইল্লা ক্বাদাইতাহা । ইয়া আরহামার রাহিমীন।

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ لاَ تَدَعْ لِي ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمًّا إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلاَّ قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছআলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়া আজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস সালামাতা মিন কুল্লি ইছমিন লা তাদাঅলি- জাম্বান ইল্লা গাফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হা-জাতান হিয়া লাকা রিজান- ইল্লা কাজাইতাহা ইয়া আর-হামার রা-হিমিন।

পরিশেষে বলতে চাই, আপনারা যারা সালাতুল হাজত নামাজের সঠিক নিয়ম, নিয়ত, দোয়া খুঁজে থাকেন তারা আমাদের এই ওয়েব সাইট থেকে সালাতুল হাজত নামাজের সঠিক নিয়ম নিয়ত, দোয়া জেনে আপনি ও সালাতুল হাজতের নামাজ আদায় করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *