শেখ রাসেল এর জন্ম দিনের কবিতা ২০২২

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালিত হয়। শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে তার পরিবারের সকলের সাথে নির্মম ভাবে হত্যা করা হয় ১৮ অক্টোবর এই দিনটিতে। শেখ রাসেল স্মৃতি ধরে রাখার জন্য ১৮ অক্টোবর এই দিনটিতে বিভিন্ন রকমের আয়োজন করা হয়ে থাকে। অত্যন্ত দুঃখের সাথে এই দিন টি পালন করা হয়ে থাকে। এই দিন টিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রকমের আয়োজন করা হয়ে থাকে।
শিক্ষা প্রতিষ্ঠান এবং কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কবিতা আবৃতির আয়োজন করা হয়ে থাকে।অনেকে কবিতা আবৃতি করতে চান কিন্তু খুঁজে পান না বিদায় আর আবৃতি করতে পারেন না। তাই আজ আমরা আপনাদের জন্য অসংখ্য কবিতা নিয়ে হাজির হয়েছি। এই কবিতা গুলো পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের এই পেজে আসতে হবে। আপনাদের জন্য আমরা সকল কবিতা এই পোস্টে দিয়ে দিয়েছি।
শেখ রাসেল নিয়ে কবিতা
শেখ রাসেলের হাসি
শরিফ আহমাদ
শেখ রাসেলের হাসি–
মিষ্টি ছিল
দিষটি ছিল
লাল সবুজের দিগন্তে চারপাশ-ই
দারুণ ছিল হাসি ।
শেখ রাসেলের জন্য ফোটে
হাজারো ফুল গাছে
শেখ রাসেলের জন্য সবার
দরদ বুকে আছে ।
শেখ রাসেলের স্মৃতি-
ফিরে আসে
নীড়ে আসে
জন্ম দিবস উপলক্ষের কৃতি
দেখায় সবাই প্রীতি ।
শেখ রাসেলের জন্মদিনে
শচীন্দ্র নাথ গাইন
মায়ের হাতে ভাত খেত আর চলত বাবার সাথে,
তাদের ছাড়া কাটত না দিন, ঘুম হতো না রাতে।
সবে তখন মন দিয়েছে বিদ্যালয়ের পাঠে,
পায়রা নিয়ে মজার খেলা খেলেই সময় কাটে।
একভোরে হয় শব্দ বিকট, জেগেই দেখে চেয়ে,
সে াতের ধারায় রক্তনদী চলছে সিঁড়ি বেয়ে।
ডুকরে কেঁদে বুক ভাঙে তার, চায় যেতে মা’র পাশে,
তার আকুতি শোনার সাথেই বর্বরেরা হাসে।
দেখেই ভয়ে আঁতকে ওঠে নিথর দেহের মাকে,
ডাকার আগেই জল্লাদেরা ছুঁড়ল গুলি তাকে।
তাজা খুনে হাত রাঙিয়ে পশুর দলে ফোঁসে,
অবুঝ শিশু হত্যা করে পিশাচরা কোন্ দোষে?
সেই ছেলেটার জন্মদিনেও শোকে মানুষ কাঁদে,
খুশির আলো ছড়ায় না তাই সূর্য এবং চাঁদে।
নিষ্পাপ মুখ জড়িয়ে থাকে স্মৃতির ভাঁজে ভাঁজে,
শেখ রাসেলের জন্যে মনে ব্যথার সুরই বাজে।
এই যে নদী
ফয়েজ হাবীব
এইযে নদী, বাঁশের সাকো
স্বচ্ছ নদীর বুক
ডুব-সাঁতারের দিনগুলো সেই
জাগায় মনে সুখ।
কলার ভেলা শক্ত করে
নদীর বুকে ছাড়
দস্যিপনার উচ্ছ¡াসে সেই
খুশির খুঁটি গাড়।
কেউবা বসে কেউবা শুয়ে
মনের সুখে আহ
মাঝ নদীতে ছুটতো ভেলা
বলতো সবাই বাহ।
উড়ন্তমন ভেজা শরীর
ভরা নদীর জল
ঢেউয়ের সাথে সাথেই চলা
দুষ্ট ছেলের দল।
সব ছাড়িয়ে পাড়ে এসে
খুশির আরো তাল
বাড়ি এসে নিমিষ হতো
শুনে মায়ে গাল।
বেহেস্তের ফুল
শরিফ আহমাদ
রাসেল তুমি স্বপ্নে বিভোর
বেহেস্তের এক ফুল
তোমার সাথে অন্য কারো
হয় না কোন তুল ।
তুমি ছিলে সোনার ছেলে
কলজে ছেঁড়া ধন
দেশ প্রকৃতির জন্য তোমার
পাগল ছিল মন ।
তোমার বুকে স্বপ্ন ছিল
করবে বিশ্ব জয়
স্বপ্ন তোমার সত্য হলো
একটু মিথ্যে নয় ।
দেশ মহাদেশ চিনে তোমায়
জানে তোমার নাম
তোমার নামে হাজার মানুষ
যায় করে সংগ্রাম।