
ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল। আমাদের এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর এই শীতের দুই মাস রাতে ও সকাল এ কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকে। প্রকৃতি যেন কুয়াশার চাদরে ঢাকা থাকে। আপনারা অনেকে শীতের সকাল নিয়ে বিভিন্ন রকমের উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা সার্চ করে থাকেন। তাই আজ আমরা আপনাদের কথা চিন্তা করে শীতের সকালে বিভিন্ন রকমের উক্তি স্ট্যাটাস ও কবিতা নিয়ে হাজির হয়েছি।
শীতকাল নিয়ে উক্তি
- শুধু আমলকীর ডালে ডালেই নয়
শীতের হিমেল হাওয়ার পরশ আমাদের শরীরকেও ছুঁয়ে যায়; হৃদয়ে লাগে দোলা দেহে জাগে শিহরণ।-পার্সি বাইশে শেলি - আমি সম্ভবত শীতকালেই আমার কাজের৮০ শতাংশ লিখি।-বব সেগার
- উত্তর থেকে শীতল বাতাস বইছিল এবং গাছগুলি জীবন্ত জিনিসের মতো সশব্দে পরিণত হয়েছিল।-জর্জি আর আর মারটিন
- আমাদের যদি শীত না থাকে, তাহলে বসন্ত এত সুন্দর হবে না। মাঝে মাঝে প্রতিকূলতার সাধ না পেলে সম্বৃদ্ধি এত মজাদার হয় না।-অ্যান ব্রাডস্ট্রিট
- প্রতি শীতের নিজস্ব বসন্ত থাকে।-এইচ টিটল
- শীতের মত অন্য কিছু জ্বলে না।-জর্জি আর আর মারটিন
- শীত হল প্রকৃতির ঘুম।-এইচ এস জ্যাকোবস
- শীত মৌসুম নয়, এটি একটি উদযাপন।-অনামিকা মিশরা
শীতকাল নিয়ে স্ট্যাটাস
শীতকাল নিয়ে আপনারা অনেকে ফেসবুকে বিভিন্ন রকমের স্ট্যাটাস শেয়ার করে থাকেন। তাই আমরা আজ আপনাদের জন্য শীতকাল নিয়ে বিভিন্ন রকমের স্ট্যাটাস নিয়ে এসেছি।
গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুর চোখ জুড়ানো শোভা,
খেজুরগাছে ঝোলে রসের হাঁড়ি
পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন
আর তার সাথে নলেনগুড়ের পায়েস
একেই বলে শীতকালের আয়েস
প্রকৃতির সে এক উদাসী বিষণ্ন চেহারা
সর্বাঙ্গে ধূসর পাণ্ডুরতার আবেশ
শীতের সকালে লেপের আরাম ছেড়ে উঠতে চায় না মন আর
চোখে যেন লেগে থাকে ঘুমের রেশ।
ঠান্ডার কনকনে আমেজ আর সোনালী ধানের স্বর্ণাভ আভায় কৃষকের মনে লাগে দোলা,
গায়ের বধূ উঠোনে শুকায় সদ্য তোলা আমন ধান
গেরস্থ বাড়িতে ঢেঁকিতে চিঁড়ে কোটার ধুম,
শীতের সরলতায় এমনি ভাবেই শুরু হয় পথচলা।
যতই ঠান্ডা পড়ুক, বাড়ুক শীতের প্রকোপ
সেরার সেরা এই ঋতু যে
ক্ষণস্থায়ী বড়,
তাই মনে জাগে ক্ষোভ।
শীতের বনে কোন সে কঠিন আসবে বলে
শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে
আমলকি-ডাল সাজলো কাঙাল,
খসিয়ে দিল পল্লবজাল,
কাশের হাসি হাওয়ায় ভাসি যায় যে চলে।
শীতকাল নিয়ে ক্যাপশন
- শীতের দিনের উষ্ণতার সন্ধানে গৃহস্থলিতে দেখা যায় গরম বস্ত্রের আধিক্য,
দরিদ্র সমাজের ভরসা কেবল অগ্নি স্থলই।
নিষ্ঠুর প্রকৃতি নয়; সমাজ ই নির্মম । - শীতের দিনের রুপোলি রোদে অবগাহন করতে করতে গ্রাম্য পথে আপন মনে ভ্রমণের অভিজ্ঞতা অনির্বচনীয়।
- অমলিন ও পরিচ্ছন্ন শীতকাল যেমন উপভোগ্য তেমনই স্বাস্থ্যকর।
- শীতের সকালে শিশিরে পা রেখে চলার আছে এক রমণীয় অনুভূতি।
শীতকাল নিয়ে কবিতা
বইছে হাওয়া,,,এলোমেলো,,,!!! বুড়ো বুড়িরা,,,শীতের দিনে,,,
গায়ে দেয়,,,,শাল কিনে,,,,!!! কাঠ দিয়ে,,,,,আগুন জ্বালায়,,,, দাওয়ায় বসে,,,,,আগুন পোহায়,,,,!!!!
পাড়ার ছেলে,,,,,স্নানের পরে,,,, রোদ পোহায়,,,,,পুকুর পাড়ে,,,,!!!!
জোরে হিমেল,,,,,হাওয়া বয়,,,, রাতের শেষে,,,,সকাল হয়,,,,!!!