
সুপ্রিয় পাঠক পাঠিকা, আপনি কি লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান? আপনি যদি লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আপনার জন্য আমাদের এই পোস্টটি অত্যন্ত প্রয়োজনীয়। লালমনির হাট এক্সপ্রেস ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেন ২০০৪ সালের ৭ ই মার্চ। অনেকে আছেন ট্রেনে যাতায়াত করতে অনেক বেশি পছন্দ করেন। ট্রেনে যাতায়াতের অনেক সুযোগ সুবিধা রয়েছে। অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনে যাতায়াত করতে জ্যাম পোহাতে হয় না অনেক সহজে গন্তব্যস্থলে পৌঁছানোর যায় তাই অনেকে ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে লালমনিরহাট রুটে চলাচল করে থাকে।লালমনিরহাট থেকে ঢাকা অনেকটা বেশি দূরত্বে তাই লালমনিরহাট থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে যাতায়াত করাই উত্তম। মনির হাট থেকে ঢাকা যেতে সময় লাগে ১০ ঘন্টা ১৫ মিনিটের মতো। লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে থাকে।
প্রতিদিন সকাল আটটা থেকে অথবা দশটা বিশ মিনিটের এদিকে লালমনিরহাট থেকে ট্রেন ছাড়ে ঢাকার উদ্দেশ্যে। লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন কোদে এসি এবং ননএসি দুটোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে খাবারের উন্নত মানের ব্যবস্থা রয়েছে। ঘুমানোর জন্য বিভিন্ন রকমের সুব্যবস্থা রয়েছে।
লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী ২০২৩
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৫১) | লালমনিরহাট থেকে (৭৫২) |
বিমানবন্দর | ২২ঃ১২ | ১৯ঃ২১ |
জয়দেবপুর | ২২ঃ৪২ | ১৮ঃ৪৭ |
টাঙ্গাইল | ২৩ঃ৪০ | ১৭ঃ৫০ |
বঙ্গবন্ধু সেতু পূর্বে | ০০ঃ০২ | ১৭ঃ২৮ |
শহীদ এম মনসুর আলী | ০০ঃ৩৯ | ১৬ঃ৪৬ |
উল্লাপাড়া | ০১ঃ০২ | ১৬ঃ১৮ |
বড়াল ব্রিজ | ০১ঃ৩০ | ১৫ঃ৫৫ |
আজিমনগর | ০২ঃ১৫ | ১৫ঃ১৬ |
নাটোর | ০২ঃ৪২ | ১৪ঃ৪৬ |
সান্তাহার | ০৩ঃ১৫ | ১৩ঃ৫৫ |
বগুড়া | ০৪ঃ২১ | ১৩ঃ০৮ |
সোনাতলা | ০৪ঃ৫০ | ১২ঃ৩৪ |
বোনারপাড়া | ০৫ঃ১৩ | ১২ঃ১২ |
গাইবান্ধা | ০৫ঃ৩৭ | ১১ঃ৪৮ |
বামনডাঙ্গা | ০৬ঃ০৯ | ১১ঃ১৭ |
পীরগাছা | ০৬ঃ২৭ | ১০ঃ৫৮ |
কাউনিয়া | ০৬ঃ৪৫ | ১০ঃ৪০ |
লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৩
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ৪২০ টাকা |
শোভন চেয়ার | ৫০৫ টাকা |
প্রথম সিট | ৬৭৫ টাকা |
প্রথম বার্থ | ১০১০ টাকা |
স্নিগ্ধা | ৮৪০ টাকা |
এসি সিট | ১০১০ টাকা |
এসি বার্থ | ১৫১০ টাকা |