যমুনা ফিউচার পার্কের বন্ধের দিন, সাপ্তাহিক ছুটি, টিকেট মূল্য ও বিস্তারিত ২০২৩

সুপ্রিয় পাঠক পাঠিকা, আজকে নিবন্ধনে থাকছে যমুনা ফিউচার পার্কের বন্ধের দিন, সাপ্তাহিক ছুটি, টিকেট মূল্য এবং বিস্তারিত তথ্য। আপনি যদি যমুনা ফিউচার পার্কে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে যমুনা ফিউচার পার্কের সকল তথ্য জেনে যমুনা ফিউচার পার্কে যেতে হবে। ঢাকার বারিধারায় যমুনা ফিউচার পার্ক অবস্থিত। ৪,১০০,০০ বর্গফুট আয়তন নিয়ে যমুনা সর্ববৃহত্তম্ শপিংমল খোলা হয়। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে যমুনা ফিউচার পার্ক শপিং মল। জনসাধারণের কথা চিন্তা করে ২০১৩ সালের ৬ ই সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্ক খুলে দেওয়া হয়।
যমুনা ফিউচার পার্কে নিত্যনতুন প্রয়োজনীয় সকল দোকান রয়েছে। যমুনা ফিউচার পার্কে সকল পোশাকের দোকান সহ মোবাইলের দোকান, কসমেটিকস এর যাবতীয় দোকান রয়েছে। ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় থেকে আপনি খুব সহজে যমুনা ফিউচার পার্কে যেতে পারবেন। রাজধানী ঢাকায় সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক। প্রতিদিন হাজার হাজার মানুষ যমুনা ফিউচার পার্কে যেয়ে থাকেন।
অনলাইন এবং অফলাইন দুটির মাধ্যমে মানুষ যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে থাকে। যমুনা ফিউচার পার্ক নিয়ে অনেকেই google-এ সার্চ করে থাকেন। তাই আজ আমি আমার প্রিয় পাঠক পাঠিকাদের জন্য যমুনা পার্ক এর বন্দের দিন, সাপ্তাহিক ছুটি ও টিকেট মূল্য নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব।
যমুনা ফিউচার পার্কের সময়সূচী
প্রিয় পাঠক-পাঠিকা, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যমুনা ফিউচার পার্কের সময়সূচী সম্পর্কে। যমুনা ফিউচার পার্ক সপ্তাহে ৫ দিন পূর্ণ দিবস খোলা থাকে এবং একদিন অর্ধদিবস খোলা থাকে। সাপ্তাহিক দিনগুলো বাদ দিয়ে প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
যমুনা ফিউচার পার্কের টিকেট মূল্য
খুব স্বল্প টাকায় টিকিট কেটে আপনি যমুনা ফিউচার পার্কে ভ্রমণ করতে পারবেন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটার পাশাপাশি আপনার ঘোরা ফেরার ব্যবস্থাও রয়েছে এবং কি খুব ভালো সময় কাটাতে পারবেন। নিচে যমুনা ফিউচার পার্কের টিকেট মূল্য তুলে ধরা হলো।
- এই পার্কে রোলার কোস্টারে চড়তে টিকিট করতে হবে ৩০০ টাকার।
- এছাড়া টাওয়ার চালঞ্জের জন্য ১৫০ টাকা,
- ম্যাজিক উয়িন্ডমিল ১৫০ টাকা,
- স্কাই ড্রপ ১৫০ টাকা,
- ফ্লাইং ডিস্কো ১৫০ টাকা,
- পাইরেট শিপ ১৫০ টাকার টিকিট কাটতে হবে।
- আপনি সবগুলো রাইডে চড়ার আনন্দ পেতে পারেন মোট ৭৫০ টাকায়।
যমুনা ফিউচার পার্কের যোগাযোগ ঠিকানা
যমুনা ফিউচার পার্কের যেকোন সমস্যার জন্য আপনাকে অবশ্যই যমুনা ফিউচার পার্কের যোগাযোগ ঠিকানা জানা অত্যন্ত জরুরী। তাই নিচে আমাদের এই ওয়েবসাইটে থাকছে আপনাদের সুবিধার্থে যমুনা ফিউচার পার্কের যোগাযোগ ঠিকানা।
ফোন: 01812-674505
ওয়েবসাইট: jamunagroup.com.bd
ইমেইল: support@jamunafuturepark.com
ঠিকানা KA-244, Kuril, Progoti Shoroni, Dhaka 1229, Bangladesh