
বর্তমান সময়ের সবথেকে সেরা খেলোয়ার হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি তার ব্যবহার ও খেলার মাধ্যমে প্রত্যেকটি মানুষের মন জয় করে নিয়েছেন। লিওনেল মেসি যেমন বিশ্বের সেরা খেলোয়ার ঠিক তেমনি ব্যবহারের দিক দিয়ে ও সেরা। ২০২২ সালের কাতার ফিফা বিশ্বকাপের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির ফুটবল টুনামেন্ট। লিওনেল মেসি 10 নম্বর জার্সি পরিধান করে থাকেন। লিওনেল মেসি শুধু ফিফা বিশ্বকাপ নয় এছাড়া ও জনপ্রিয় বার্সেলোনা ক্লাবের খেলে থাকেন। এবারের বিশ্বকাপে লিওনেল মেসি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। সৌদি আরবের সাথে পরাজয় লাভ করার পর একেক করে প্রত্যেকটি দলের সাথে খেলে ফিফা বিশ্বকাপে ফাইনালে পৌঁছে প্রতিটি ভক্তের মন জয় করেছেন।
লিওনেল মেসি 10 নাম্বার জার্সি পরিধান করে থাকেন। শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি দেশেই লিওনেল মেসির কোটি কোটি ভক্ত রয়েছে। ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোল দিয়ে মেসির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসিকে ভালোবেসে প্রতিটি খেলায় ভক্তরা বেশ আনন্দের সাথে উপভোগ করে থাকে। যারা মেসিকে ভালোবাসে তারা মেসিকে নিয়ে বিভিন্ন রকমের ফেসবুক পোস্ট স্ট্যাটাস ক্যাপশন উক্তি বাণী ও ছন্দ শেয়ার করে থাকেন।
লিওনেল মেসিকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
সুপ্রিয় পাঠক পাঠিকা, আপনারা কি লিওনেল মেসিকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস খুঁজতেছেন? যারা লিওনেল মেসিকে ভালোবেসে লিওনেল মেসিকে নিয়ে ফেসবুকে বিভিন্ন রকমের স্ট্যাটাস গুলো শেয়ার করার জন্য গুগলে সার্চ করে থাকেন তাদের জন্য আমাদের আজকের এই পোষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই ওয়েবসাইটে থাকছে লিওনেল মেসিকে নিয়ে বিভিন্ন রকমের ফেসবুক স্ট্যাটাস।
- “স্বপ্ন পূরণের পথে কখনও হাল ছেড়ো না। যখন পূরণের জন্য তোমার সুনির্দিষ্ট স্বপ্ন আছে তখন কোন কিছুই তোমাকে আটকাতে পারবে না।”
- কে বিশ্বসেরা খেলোয়ার? লিও মেসি। কে ইতিহাসের সেরা খেলোয়ার? লিও মেসি- আর্সেন ওয়েঙ্গার।
- “স্বপ্ন পূরণের জন্য তোমাকে লড়াই করতে হবে। অনেক ত্যাগ আর কষ্ট মেনে নিতে হবে।”
- আমি কখনোই মেসির মত কাউকে দেখিনি। সে ইশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজ গুলো করে সেটা আমি পছন্দ করি। এটা ইর্ষা নয়। তখন আমি আনন্দিত হই- আদ্রা তুরান
মেসিকে নিয়ে উক্তি
ফুটবল জগতে ভালোবাসার আরেক নাম লিওনেল মেসি। লিওনেল মেসিকে নিয়ে অনেকে অনেক উক্তি লিখে গেছেন। মেসির ভক্তরা মেসিকে নিয়ে ফেসবুকে বিভিন্ন রকমের উক্তি শেয়ার করে থাকেন। আর সেই উক্তিগুলোয় আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব।
- এই বার্সা মেসিকে মনে রাখবে মেসির বার্সা হিসেবে। সে সব কিছু এত সহজে করত যা আমি আগে কখনোই দেখিনি। সে এলিয়েন- পুয়োল
- কোন সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা এবং আমার কাছে সে ইতিহাসের সেরা- এনরিকে।
- মেসি হল ইশ্বর। একজন ব্যক্তি হিসেবে এবং একজন খেলোয়ার হিসেবে। আমি তাকে ছোট থেকেই জানি এবং আমি তাকে বড় হতে দেখেছি- স্যামুয়েল এতো।
- আমার জন্য মেসির খেলা দেখা একটি আনন্দের। এটি প্রচণ্ড উত্তেজনা থাকার মত একটি অবিশ্বাস্য আনন্দ- লুইস ফিগো
ভালোবাসার আরেক নাম লিওনেল মেসি। সারা পৃথিবীতেই লিওনেল মেসির ভক্তরা রয়েছে। লিওনেল মেসির ভক্তরা লিওনেল মেসিকে বিভিন্নভাবে শুভেচ্ছা বার্তা জানিয়ে থাকে। আজ আমরা আমাদের প্রিয় পাঠক পাঠিকাদের জন্য আমাদের ওয়েবসাইটে লিওনেল মেসিকে নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও ছন্দ শেয়ার করেছি।