কবিতাছড়া

মহান বিজয় দিবস উপলক্ষে বিখ্যাত কবিতা, জনপ্রিয় কবিতা, ছোট কবিতা

১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনী বাঙালির ওপর নিশংস হত্যাকাণ্ড চালায়। আর এই ২৫ শে মার্চ অপারেশন সার্চলাইট এর মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশী মানুষের নিশংস হত্যাকাণ্ড। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। পেয়েছি মহান বিজয় দিবস। বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। আর এই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবার জন্য লাখো লাখো শহীদ হয়েছেন। বাঙালি জাতির বহু রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে বাংলাদেশের স্বাধীনতা। তাই প্রতিবছর উপলক্ষে হাজার হাজার শহীদদের কে স্মরণ করে মহান বিজয় দিবস এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। ভাষা শহীদদের কে স্মরণ করে মহান বিজয় দিবস এই দিনটি বিভিন্ন রকমের সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাঙালি জাতির প্রত্যেকটি ঘরে ঘরে ভাষা শহীদদের কে স্মরণ করে বিভিন্ন রকমের অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।

মহান বিজয় দিবস উপলক্ষে জনপ্রিয় কবিতা ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আর এই অনুষ্ঠানে বিভিন্ন রকমের ছড়া কবিতা গানের আয়োজন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণ করে মহান বিজয় দিবস উপলক্ষে অসংখ্য কবিতা রয়েছে। আমরা 16 ডিসেম্বর এই দিনটিতে ভাষা শহীদদের স্মরণ করে বিভিন্ন রকমের জনপ্রিয় কবিতা উপস্থাপনা করে থাকি। নিচে আপনাদের জন্য আমাদের এই ওয়েবসাইটে থাকছে মহান বিজয় দিবস উপলক্ষে জনপ্রিয় কবিতা।

বিজয় তুমি – ফয়েজ হাবীব

বিজয় তুমি সুখের ভূমি
বীর বাঙ্গালির অন্তরে
স্বাধীন টানে গানে গানে
উঠলো গেয়ে মনতো রে ।
বিজয় প্রেমে বিজয় ফ্রেমে
নীল আকাশে সবুজ লাল
বিজয় পেয়ে হেসে গেয়ে
সামনে চলার মুক্ত পাল ।
বিজয় বোধে প্রতিরোধে
হঠাৎ জালিম পিছুটান
রক্তে লেখা বিজয় দেখা
বিলীন হওয়া কিছু মান ।
প্রাণের বিজয় আহা কী জয়
বীর বাঙ্গালির গর্ব ধন
ডিসেম্বরে একাত্তরে
পাক বাহিনীর খর্ব মন

বিজয় দিবসের ছোট কবিতা ২০২২

বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই অনুষ্ঠানে ছোট্ট সোনামনির বিভিন্ন রকমের বিজয় দিবসের কবিতা আবৃতি করে থাকেন। বিজয় দিবস নিয়ে বিভিন্ন রকমের কবি-সাহিত্যিকরা বিভিন্ন রকমের ছোট বড় কবিতা লিখেছেন আর সেই কবিতাগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরব।

বিজয়ের দিন

( তাসনিয়া আহমেদ )

বাংলাদেশে পাক-শাসনের আসন যেদিন টলে,

সেদিনটাকে আজকে সবাই ‘বিজয় দিবস’ বলে।

বিজয় কিন্তু অনেক দামী; সহজলভ্য নয়।

মুক্তিসেনা বিজয় আনে জয় করে সব ভয়।

লাল সবুজের পতাকাটার আজকে খুঁটি শক্ত;

আনতে সেটা,বীর সেনারা দিয়েছিলো রক্ত।

বাংলা মায়ের বীর ছেলেরা ভয় পায়না মোটে।

তাদের ত্যাগে মোদের মুখে বিজয় স্লোগান ফোটে।

বিজয় দিবস রক্তে ধোয়া,বীর শহীদের স্মৃতি।

জয় নিয়েই আজকে লেখা-কবিতা আর গীতি।

বিজয় মাখা ফুলে-পাতায়,বিজয় সবুজ ঘাসে।

বছর ঘুরে এদিন যেন বারে বারে আসে!

১৬ই ডিসেম্বর
তুমি মহা বিজয়ের মহা উল্লাস
তুমি বিধবা মায়ের
বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস ।
১৬ই ডিসেম্বর
তুমি দুঃখিনী মায়ের দুঃখ ভোলানো
সুখের হাসি,
তুমি ছেলে হারা পিতার
শোক কাটানো শ্যামল গাঁয়ের,
রাখাল ছেলের
দুঃখ সুরের বাঁশি ।

১৬ই ডিসেম্বর
তুমি অগ্নি গর্ভা বাংলার
লাখো শহীদের বুকের
রক্তেভেজা সুশীতল বিছানা,
যাদের ত্যাগের বিনিময়ে পেলাম
মা,মাটি, দেশ
চির শান্তির ঠিকনা।
১৬ই ডিসেম্বর
তুমি ১৬ কোটি মানুষের
চলার পথের উৎস প্রেরনার,
তুমি সারা বিশ্বে ছড়িয়ে থাকা
প্রতিটি বাঙালির গর্ব
দুঃখ-সুখের অনুরণ স্বপ্নীল বাসনার ।
১৬ই ডিসেম্বর
তুমি ৯ মাসের
বেদনায় মোড়া স্মৃতিকাতর
লৌহ কঠিন নির্মম অতীত,
তোমার কাছেই পেয়েছে শিক্ষা
বর্তমান প্রজন্ম,
পরাধীনতার শৃঙ্খল পেরিয়ে
কি করে ভাঙতে হয়
শোষণকারীর ভীত ।

মহান বিজয় দিবস উপলক্ষে বিখ্যাত কবিতা ২০২২

বিজয় দিবস উপলক্ষে বিখ্যাত কবি সাহিত্যিকরা বিভিন্ন রকমের কবিতা রচনা করেছেন। বিজয় দিবসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন। এই বিজয় দিবসের এই দিনটিকে আরো স্পেশাল করে তোলার জন্য আমারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাগুলো আবৃতি করে থাকি।

মুক্তিযোদ্ধা দাদু

শরিফ আহমাদ

আমার দাদুর অনেক বয়স

মুক্তিযোদ্ধা তিনি

তার নিকটে ঋণী

গ্রামের সকল পুরুষ এবং নারী

তাকে নিয়ে গর্ব করতে পারি ।

একাত্তরে পাকহানাদার

দাদুর ভয়ে পালায়

হাজারো গ্রাম জ্বালায়

পাখির মতো মানুষ মারে কত

মুক্তিযোদ্ধা দাদু হন না নত ।

জীবন বাজি রেখে তিনি

যুদ্ধ করতে নামেন

যুদ্ধ শেষে থামেন

বিজয় নিয়ে ফিরে আসেন ঘরে

ঐতিহাসিক ষোলো ডিসেম্বরে ।

বুক ফুলিয়ে চলেন তিনি

আছেন এখন ভালো

চোখে-মুখে আলো

ব্যস্ত থাকেন দেশের সকল কাজে

এমন দাদু অনেক এই সমাজে ।

বিজয় দিবস বাঙালি জাতির অহংকার। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়ে থাকে। প্রিয় পাঠক-পাঠিকা, আপনারা যারা মহান বিজয় দিবস উপলক্ষে সেরা কবিতা , বিখ্যাত কবিতা, জনপ্রিয় কবিতা খুঁজে থাকেন তারা আমাদের ওয়েবসাইট থেকে কবিতাগুলো সংগ্রহ করে নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *