
সুপ্রিয়া ভিউয়ার্স, আসসালামুআলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকে বিদায়ী বক্তব্য খুঁজে থাকেন তাই আজ আমরা আপনাদের মাজে বিদায়ী বক্তব্য নিয়ে এসেছি, আপনার আপনাদের সহপাঠী স্যার এবং ছোট ভাই বোনদের উদ্দেশ্যে বিভিন্ন রকমের বিদায়ী বক্তব্য করে থাকেন। তাই আজ আপনাদের জন্য এই পোস্টটি করা। যদি সত্যিকার অর্থেই বিদায়ী বক্তব্য করতে থাকেন তাহলে আমাদের এই পেজটি থেকে বিদায়ী বক্তব্য নিয়ে আপনিও বিদায় অনুষ্ঠানে বক্তব্য টি দিতে পারবেন। নিচে আপনাদের সুবিধার্থে বিদায় বক্তব্য দেওয়া হল।
বিদায়ী বক্তব্য
আয়োজিত,,,,,,,,,,,,,অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সভাপতি শিক্ষক অভিভাবক সামনে উপস্থিত অগ্রজ অনুজের সকলের প্রতি রইলো আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম
যেতে হবে বহুদূর,
তাই এই ছেঁড়া বাঁধন।
বিরহ ব্যাথাতুর মনে,
রয়েছে হাসি আর কাদন।
আজ ছেড়ে চলেছি,
সকল মায়া সুশাসন।
সম্মুখে দাঁড়ায়েছি দিতে,
তাই বিদায়ী ভাসন।
সম্মানিত শিক্ষাগুরু ঃশিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক। আপনাদের পাঠ দান আমাদের মাঝে মুগ্ধতা ছড়ায়েছে প্রতিনিয়ত। সহজ সরল সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের। জানার ব্যাপারে আপনারা ছিলেন মহীরুহ বৃক্ষ। শেখানোর ক্ষেত্রে ছিল আপনাদের অমায়িকতার প্রকাশ। আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো। আজ বুঝতে পারছি একজন মালি কতটা আঘাত সহ্য করে একটা ভালো গোলাপ চারা উৎপাদন করে। আরেকজন তা করে শুধু সমাজে ভালো কিছু উপহার দেয়ার জন্য। আজ আমার সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের বিরক্তি পূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থী।
প্রিয় সহপাঠীঃ কে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ মনে নেই। শুধু মনে আছে অসংখ্য স্মৃতিঘেরা মুহূর্ত যা অবলীলায় চোখের সামনে ভেসে উঠছে আজ।কবে যে কখন হয়েছিনু আপন, আজ আর মনে নাই, তবে কেন যেন হচ্ছে মনে, দেহ থেকে প্রাণ টাকে দিয়ে দিচ্ছি বিদায়। প্রচলিত একটা গানের কয়েক লাইন মনের ভেতর গুন গুন করছে।
কেন বাড়লে বয়স, ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়। হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড়, হারানোর তালিকায়। না, এই হারিয়ে যাওয়ার কোন মানা নেই এই হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্যে ছুটে চলা মাত্র।
স্নেহের ছোট ভাই ও বোনেরাঃকি কথা বলিব আজ তোমাদের তরে পুরনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে। তোমাদেরকে কতটুকু কি দিতে পেরেছি জানিনা। তবে তোমাদের থেকে পেয়েছি শ্রদ্ধার্ঘ্য সাজ সেগুলি কেবল মনে পড়ছে আজ। চলার পথে দীর্ঘ পথচলার যখন তখন তো ছোটখাটো ভুলত্রুটি বিভেদ থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট খমার হাত বাড়িয়ে দিলামা।আর তোমাদেরকে ও খমা করে দিলাম।
এই সময় এসে তোমাদের জন্য থাকলো অফুরন্ত ভালবাসা ও শুভকামনা। আমাদের সফলতার জন্য দোয়া রাখবে।
সম্মানিত সভাপতি, শিক্ষক, অভিভাবক, অনুস্থানে উপস্থিত সকল শুভাকাঙ্খীদের কাছে আমাদের একান্ত চাওয়া।আপনার আমাদের জন্য দেয়া করবেন।আমরা যেন আমাদের লক্ষের এভারেস্ট জয় করতে পারি।সবোপরি দেশ ও দশের সেবা করতে পারি।
পরিশেষে সকলের প্রতি রইলো আমার বিদায়ী সালাম,আসসালামু আলাইকুম।