ট্রাভেলট্রেন

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের টিকেট মূল্য ও সময়সূচী 2023

সারা বাংলাদেশের অধিকাংশ মানুষই ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের চলাচল করে থাকেন। ঢাকা থেকে কিশোরগঞ্জ যাতায়াতের ট্রেনের দূরত্ব ১০৮ কিলোমিটার। ঢাকা থেকে কিশোরগঞ্জ লোকাল ট্রেন চলাচল করে। ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে মোট 4 ঘন্টা সময় লাগে। আপনারা যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোস্টটি। আমাদের আজকের এই পোস্টটিতে থাকছে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন টিকেট মূল্য সময়সূচী ট্রেনের ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য। ঢাকা থেকে কিশোরগঞ্জ যাতায়াতের জন্য বেশ কয়েকটি ট্রেন রয়েছে। থেকে কিশোরগঞ্জের জনপ্রিয় কয়েকটি ট্রেনের নাম আমি আপনাদের জন্য উল্লেখ করব।

ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনে চলাচল করতে হলে আপনাকে প্রথমেই ট্রেনের সময়সূচী জানতে হবে। গোধুলী এক্সপ্রেস, এগারসিন্দুর এক্সপ্রেস, সিন্দুর প্রভাতই এক্সপ্রেস। এ ট্রেন গুলো খুব দ্রুত চলাচল করে থাকে। যাত্রীদের চলাচলের জন্য ট্রেনে রয়েছে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা। আপনি অনায়াসে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের যাতায়াত করতে পারবেন। অন্যান্য যানবাহন এর তুলনায় দেশের অধিকাংশ মানুষই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন। ভ্রমণ অত্যান্ত আরামদায়ক। ট্রেনে ভ্রমণ করার জন্য রয়েছে অত্যান্ত নিরিবিলি পরিবেশ। আমাদের আজকের এই নিবন্ধনে আপনাদের জন্য থাকছে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের ভাড়া, সময়সূচী ও টিকেট মূল্য।

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী 2023

ট্রেনের মাধ্যমে ঢাকা টু কিশোরগঞ্জ যাতায়াত করতে চান তাহলে আপনাকে প্রথমে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচি সম্পর্কে অবগত হতে হবে। যারা ট্রেনের সময়সূচী জানার জন্য গুগলে সার্চ করে থাকেন তাদের সুবিধার্থে আজ আমি আমাদের এই ওয়েবসাইটে ঢাকা ট্রেনের বিস্তারিত সময়সূচি তুলে ধরলাম।

ট্রেননং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিকছুটি
৭৩৭ কমলাপুর ০৭:১৫ কিশোরগঞ্জ ১১:১৫ বুধবার
৭৩৮ কিশোরগঞ্জ ০৬:৩০ কমলাপুর ১০:৪০ নেই
ট্রেননং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিকছুটি
৭৮১ কমলাপুর ১০:৪৫ কিশোরগঞ্জ ১৫:০০ শুক্রবার
৭৮২ কিশোরগঞ্জ ১৬:০০ কমলাপুর ২০:১০
ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
এগারসিন্ধুর প্রভাতী(৭৩৭) বুধবার ০৭ঃ১৫ ১১ঃ১৫
এগারসিন্ধুর গোধূলি(৭৪৯) না ১৮ঃ৪০ ২২ঃ৪৫
কিশোরগঞ্জ এক্সপ্রেস(৭৮১ শুক্রবার ১০ঃ৪৫ ১৫ঃ০০

 

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের ক্রিকেট মূল্য 2023

অন্যান্য যানবাহন এর তুলনায় ট্রেনে যাতায়াত করা যায়। যারা ট্রেনে যাতায়াত করতে আগ্রহী তাদের জন্য ঢাকা টু কিশোরগঞ্জের ট্রেনের টিকেট মূল্য বিস্তারিত আলোচনা করা হলো।

আসন বিভাগ টিকিটের মূল্য
শোভন ১২৫ টাকা
শোভন চেয়ার ১৫০ টাকা
প্রথম আসন ২০০ টাকা
প্রথম বার্থ ৩০০ টাকা
স্নিগ্ধা ২২৮ টাকা
এসি ৩৪৫ টাকা
এসি বার্থ ৫১৮ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *